Friday, September 23, 2016

Facebook comment করা যাবে ভিডিও এর মাধ্যমে

  

facebook নামটা আমাদের কাছে খুবই পরিচিত।আমরা যারা স্মর্ট ফোন ব্যবহার করি।ফেইসবুক এর নাম শুনিনি বা একবারের জন্য ব্যবহার করেননি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল , এই সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে, পৃথিবীর মানুষের সাথে কমিউনিটি তৈরী করতে পেরেছি এবং তথ্য আদানপ্রদান করতে পারি , এছাড়াও নিজেদের ছবি,স্টেটাস,ভিডিও ইত্যাদি শেয়ার করে থাকি।আমাদের প্রদান কৃত স্টেটাস লাইক কমেন্ট করে থাকি , স্টেটাস কে আরো গ্রহণযোগ্য করেতুলতে আবার চালু হলো ভিডিও কমেন্ট অপশন |

এক বছর ধরে ভিডিও কনটেন্ট নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে ফেসবুক। এ বছরের শুরুতে জানুয়ারি মাসে ফেসবুকে চালু করা হয় লাইভ স্ট্রিমিং। এ ছাড়া ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে যোগ করা হয়েছে ভিডিওকলের সুবিধা।

  ফেসবুকের প্রোডাক্ট ইঞ্জিনিয়ার বব বাল্ডউইন বলেন, ‘অ্যানড্রয়েড, আইওএসের অ্যাপ এবং ডেস্কটপে ভিডিও কমেন্ট চালু করা হয়েছে। এ ছাড়া ভিডিওকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে ফেসবুকের সব ফিচার। এত সব তথ্য জায়গা দিতে ফেসবুকের সার্ভারে বাড়তি চাপ পড়লেও আমরা ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে চাই। তাই নিশ্চিন্তে ফেসবুকে ভিডিও আপলোড করতে থাকুন’।
বব বাল্ডউইন আরো বলেন, ‘ফেসবুকে সব সময়ই ব্যবহারকারীদের চাপ থাকে। লাইক ও কমেন্ট সামলানোর পাশাপাশি ভিডিও কনটেন্টগুলোকে ঠিকভাবে জায়গা করে দেওয়াটা আমাদের জন্য চ্যালেঞ্জিং।’

কিভাবে এই ভিডিও কমেন্ট করবেন তা দেখেনিন

No comments:

Post a Comment