Wednesday, October 5, 2016

সবার ফোনেই দেয়া যাবে Ultra Saving Mode

সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরই ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যায় পরতে দেখা যায়। ১০০% ব্যাটারি চার্জ করে রাখলেও কিছুক্ষণ পর দেখা যায় ব্যাটারিতে চার্জ আছে ৩৮% বা ৪৬%। এসব সমস্যায় পরেন না এমন ব্যবহারকারীর সংখ্যা খুব কম।

এখন কথা হল কোন কিছুই করা হল না ফোনের চার্জ শেষ হল কিভাবে? এর জন্য প্রয়োজন Ultra Power Saving Mode। এই ফিচারটি Samsung  এর ফোনগুলিতে দেয়া আছে। এই mode এর সাহায্যে রানিং অ্যাপস বন্ধ থাকবে এবং ব্যাটারি বাচবে। এর মাধ্যমে রানিং অ্যাপস এর প্রসেস থেমে থাকে তাই ব্যাটারি ব্যাকআপ বেড়ে যায়।

দেশি মোবাইল কোম্পানি গুলো অনেক সময় ফোনগুলিতে এই ফিচার দিয়ে দেয় আবার অনেক সময় দেয় না। তবে এখন সবার ফোনেই দিতে পারবেন এই Ultra Power Saving Mode।

এবার প্রসেস দেখুন
এর জন্য আপনার রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইস ৪.১+ লাগবে। যদি রুট করা না থাকে তাহলে Kingroot  দিয়ে রুট করে নিবেন। প্রথমেই আপনার ডিভাইসটিকে রুট করুন। এবার xposed installer ইন্সটল দিয়ে নিন। এরপর Power Nap Module ইন্সটল দিন

এরপর Xposed Installer-> farmwork -> Install & Update  এ ক্লিক করুন।

এখন আপনার হ্যান্ডসেটটি Reboot  দিন।

এখন আবার Xposer Installer এ গিয়ে Module  এ যান। এরপর Power Nap Module সিলেক্ট করুন এবং ফোনটিকে আবার Reboot দিন। এবার ফোন অন হলে Power Nap এ ঢুকে আপনার ইচ্ছামত কাস্টমাইজড করুন।

Power Nap এবং Xposed Installer  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
see more

Tuesday, October 4, 2016

জেনে নিন! গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন (GSM) কি? এবং কিভাবে কাজ কারে?


গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন কে সংক্ষেপে বলা হয় জিএসএম। এটি এক ধরনের ডিজিটাল তারবিহীন সেলুলার বা মোবাইল যোগাযোগ ব্যবস্থা। জিএসএম তথ্য আদানপ্রদান এর ক্ষেত্রে ন্যারোব্যান্ড টিডিএমএ ব্যবহার করে। এটি GMSK মড্যুলেশন টেকনিক ব্যবহার করে থাকে। এভাবে একটি নির্দিষ্ট রেডিও তরংঙ্গে একই সাথে আটটি কলের সুবিধা নিশ্চিত করা যায়, তবে, অর্ধ-দ্রূতি(HR) প্রযুক্তি ব্যবহার করে সর্ব্বোচ্চ ১৬ টি পর্যন্ত কল করা যায়।। জিএসএম এর সূত্রপাত ১৯৯১ সালে। ১৯৯৭ সালের শেষ ভাগে এসে জিএসএম হয়ে ওঠে ১০০ টির বেশি দেশে জনপ্রিয় এবং বিশেষ করে ইউরোপ এবং এশিয়া তে প্রামাণ্য মোবাইল ব্যবস্থা।

প্রাইমারি জিএসএম ৯০০ (PGSM 900 ):

জিএসএমের সবচেয়ে প্রচলিত ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রাইমারি জিএসএম ৯০০ । এই ফ্রিকোয়েন্সিতে মোট ১২৪ টি নির্দিষ্ট রেডিও তরংঙ্গ আছে যা ১,২,৩ … … ১২৪ এইভাবে নম্বরকরন করা হয়েছে। এই নির্দিষ্ট নম্বরকে ARFCN বলা হয়। ARFCN জানা থাকলে সূত্র অনুযায়ী ফ্রিকোয়েন্সি বের করা যায়। যেমন, সূত্র অনুযায়ী ARFCN = ৫৬ হচ্ছে ৯০১.২ MHz ফ্রিকোয়েন্সি। ১২৪ টি রেডিও তরংঙ্গ এর প্রতিটি ২০০KHz দ্বারা বিভক্ত, তার মানে, ৯০১.২ এর পরবর্তী রেডিও তরংঙ্গ হবে ৯০১.৪ এবং এর ARFCN মান হবে ৫৭।
ARFCN নম্বর শুধু প্রতিদিনের কাজে ব্যবহার করা হয়, ফ্রিকোয়েন্সিকে যদি 216.239.51.99 IP address এর সাথে তুলনা করা যায়, তবে ARFCN কে তুলনা করা যায় www.google.com এর সাথে।
একটি নির্দিষ্ট রেডিও তরংঙ্গে ৮টি কল করা যায়, তবে অর্ধ-দ্রুতি (HR) প্রযুক্তি দিয়ে ১৬টি কল করা সম্ভব, তবে কলের গুনগত মান কমে যাবে। প্রতিটি রেডিও তরংঙ্গ TDMA প্রযুক্তি দ্বারা ৮টি সময়-কুঠুরি (Time Slot) বিভক্ত। একটি সময়-কুঠুরি শুধু একটি মোবাইলে ফোনকে বরাদ্দ করা যায়। অর্ধ-দ্রুতি (HR) প্রযুক্তি দ্বারা একটি রেডিও তরংঙ্গকে ১৬টি সময়-কুঠুরিতে বিভক্ত করা হয়,তাই ১৬টি কল করা সম্ভব। মানুষের শ্রবন শক্তির সীমাবদ্ধতার কারণে একটি রেডিও তরংঙ্গকে ১৬টি সময়-কুঠুরির বেশি ভাগে বিভক্ত করা সম্ভব নয়।
জিএসএম সিস্টেমের বৈশিষ্ট্যসমূহ:
একটি জিএসএম সিস্টেমে মূলত তিনটি অংশ থাকে:-
সুইচিং সিস্টেম বা এসএস (SS – Switching System)
বেজ স্টেশন সিস্টেম বা বিএসএস (BSS – Base Station System)
মোবাইল স্টেশন বা এমএস (MS – Mobile Station)
এদের মধ্যে এসএস এবং বিএসএস দুটির মধ্যে সম্বয় করে এনএমসি (NMC – Network Management Center) বা ওএমসি (OMC – Operation & Maintenance Center)-র মাধ্যমে।
সুইচিং সিস্টেম (SS)
সুইচিং সিস্টেমে নিম্নলিখিত যন্ত্রাংশ থাকে:-
এমএসসি বা মোবাইল সার্ভিসেস সুইচিং সেন্টার (MSC – Mobile services Switching Center)
এইচএলআর বা হোম লোকেশন রেজিস্টার (HLR – Home Location Register)
ভিএলআর বা ভিজিটর লোকেশন রেজিস্টার (VLR – Visitor Location Register)
এইউসি বা অথেনিকেশন সেন্টার (AUC – AUthentication Center)
ইআইআর বা ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (EIR – Equipment Identity Register)
বেজ স্টেশন সিস্টেম (BSS)
বেজ স্টেশন সিস্টেমে দুটি যন্ত্রাংশ থাকে:-
বিএসসি বা বেজ স্টেশন কন্ট্রোলার (BSC – Base Station Controller): একটি এমএসসির অধীনে অনেকগুলো বিএসসি থাকতে পারে। বিএসসি-র সাহায্যেই বিটিএস এবং এমএসসির সংযোগ সাধিত হয়। এমএসসির সাথে বিএসসির সংযোগ মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার অথবা যেকোন উপায়ে হতে পারে।
বিটিএস বা বেজ ট্রান্সসিভার স্টেশন (BTS – Base Transceiver Station): এটিকেই আমরা বাইরে থেকে মুঠোফোনের টাওয়ার হিসেবে দেখি। মূলত এর সাহায্যেই বেতার তরঙ্গের মাধ্যমে মুঠোফোনের সংযোগ সাধিত হয়।
মোবাইল স্টেশন (MS):
মোবাইল সিস্টেমে দুটি যন্ত্রাংশ থাকে:-
মোবাইল ইক্যুইপমেন্ট (Mobile Equipment): এটিই হলো মূল মুঠোফোন যা সাহায্যে কল সম্পাদন করা হয়।
সিম বা সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল (SIM – Subscriber Identity Module): এতে থাকে ব্যবহারকারীর আইডেন্টিফিকেশন নম্বর, যে নেটওয়ার্কের সাথে যুক্ত হবে তার অথরাইজেশন, নিরাপত্তার জন্য এনক্রিপশন নম্বর এবং ব্যবহারকারীর অন্যান্য তথ্যসমূহ।

Friday, September 30, 2016

২৯ সেপ্টেম্বর থেকে শিরোনাম হতে যাচ্ছে One Plus 3

OnePlus  শুরু করতে যাচ্ছে একটি নতুন অধ্যায়। চীনের প্রতিষ্ঠিত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান OnePlus। হাই কনফিগারেশন এবং অসাধারন ফিচার নিয়ে তৈরি এই স্মার্টফোন। কোন ধরনের রুট ছাড়াই অ্যান্ডয়েড ফোনের সব ধরনের ফিচার উপভোগ করা যায় এই স্মার্টফোনে। এছাড়াও ফোনটিতে আছে বিশেষ কিছু ফিচার।

এই বৃহস্পতিবার থেকে One Plus এর নতুন ডিভাইস OnePlus 3 পাওয়া যাবে UK এর বাজারে দুটি কোম্পানির পার্টনারশীপ হিসেবে।

বিশেষভাবে, OnePlus 3 কম খরচে নতুন ডিভাইসে আপগ্রেড করতে পারবে কাস্টমার। এছাড়া কাস্টমার ডিভাইসটি আনলক এবং চুক্তি মুক্ত অবস্থায় কিনতে পারবে।
OnePlus দুইভাবেই পাওয়া যাবে, ডিলার এবং রিটেইলার সব থেকে সেল করবে হ্যান্ডসেট তারা। OnePlus 3 কোম্পানি ব্যাতিক্রমধর্মী এই সেলিং পদ্ধতি চালু করে। এই পদ্ধতি চালু করায় কোম্পানির বিক্রিও  ভাল হয়েছে। এর মাধ্যমে খুব সহজেই পন্যটি মানুষের কাছে পৌঁছে যাবে।
হাই কনফিগারেশ এবং অসাধারন ডিজাইনের ফোনটি মানুষের পছন্দের তালিকায় যোগ হয়েছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ ফোনটির কথা মোটামুটি সবারই জানা। OnePlus  এর শুরুর দিকের বছর গুলিতে এর সেলিং পদ্ধতি ছিল অনলাইল কেন্দ্রিক। কিন্তু পন্যটি এখন অনেকটা জায়গা করে নিয়েছে ব্যাবহারকারীদের মনে । এবং এই ব্র্যান্ডটি মোবাইল বাজারে নিজের একটি আলাদা জায়গা করে নিতে যাচ্ছে।  

 

Monday, September 26, 2016

যেভাবে Yahoo ব্যবহারকারীরা নিজের একাউন্টকে সুরক্ষা করবেন


এই ডিজিটাল জগতে। নিজেকে ডিজিটাল বানাতে । সবার আগে দরকার একটা মেইল। যে মেইল ছাড়া আপনি ইন্টারনেট এর জগতে পুরোই অচল ।
মেইল একাউন্ট ছাড়া আপনি ইন্টারনেট বিশ্বে, কিছুই করতে পারবেন না যেমন আপনি কোথাও জব এর জন্য দরখাস্ত করবেন, তখনো আপনার একটা মেইল আইডি দরকার হবে এছাড়াও তথ্য আদান প্রদান করার জন্য খুবই জরুরি |


আপনি যদি অনলাইনে কোনো কেনাকাটা করতে চান তখনও আপনার মেইল আইডি লাগবে ।

বর্তমানে দেশে কিছু সাইবার ক্রাইম এর কথা শুনা যাচ্ছে । এই ক্রাইম এর হাত থেকে রক্ষা পেতে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি যাতে আমাদের ইনফরমেশন গুলো সুরক্ষা থাকে।
কিছু দিন আগেই আমরা জেনেছি ইয়াহু ব্যাবহারকারীদের বেশ কিছু একাউন্ট এর তথ্য চুরি হয়েছে । আপনার একাউন্ট কেউ যেন হ্যাক করতে না পারে সেই জন্য আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে যেমন :

চাকুরী প্রত্যাশীদের জন্য এক্সেলের কিছু শটকার্ট ও সূত্র

শর্টকার্ট কী গুলি হল –
Ctrl+Arrow : ডানে, বামে, ওপরে এবং নিচে লেখার শেষে কারসর যাবে।
Ctrl+Home : ফিল্ড বা লেখার শুরুতে কারসর।
Ctrl+End : ফিল্ড বা লেখার শেষে কারসর।
Ctrl+Page Up : আগের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Ctrl+Page Down : পরের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Atl+Page Up : ডকুমেন্টের প্রথম কলামে অবস্থান করা।
Atl+Page Down : ডকুমেন্টের শেষ কলামে অবস্থান করা।
Atl+Enter : ফিল্ডে কারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি করা।
Shift+TAB : পেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া।
Ctrl+1 : ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা।
Ctrl+2 : ফন্ট বোল্ড করা।
Ctrl+3 : লেখাকে ইটালিক করা।
Ctrl+4 : লেখা আন্ডারলাইন করা।
Ctrl+5 : লেখার মাঝখান বরাবর কাটা দাগ (স্ট্রাইক থ্রু)।
Ctrl+7 : স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়া।
Ctrl+9 : কারসর যে ফিল্ডে আছে, তা মুছে ফেলা (রো ডিলিট)।
Ctrl+0 : কলাম ডিলিট।
Atl+F1 : ওয়ার্কশিটের সঙ্গে চার্টশিট যুক্ত করা।
Atl+F2 : সেভ অ্যাজ।
Ctrl+F3 : ডিফাইন ডায়ালগ বক্স খোলা।
Ctrl+F4 : ফাইল বন্ধ করা।
Ctrl+F5 : ফাইল নামসহ আদালা উইন্ডো।
Ctrl+F8 : ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স খোলা।
Ctrl+F9 : ফাইল মিনিমাইজ করা।
Ctrl+F10 : ফাইল নামসহ আলাদা ইউন্ডো।
Ctrl+F11: ওয়ার্কশিটের সঙ্গে ম্যাকরো শিট যুক্ত করা।
Ctrl+F12 : ওপেন ডায়ালগ বক্স।
See More

Saturday, September 24, 2016

অভিনব উপায় ল্যাপটপ ঠান্ডা করার!



বেশিক্ষণ ধরে চালানোর ফলে আপনার ল্যাপটপ কি বেশি গরম হয়ে যায়? তামার কয়েন ব্যবহার করে ল্যাপটপের অতিরিক্ত গরম হওয়া ঠেকানো যায়।

  ল্যাপটপ ঠান্ডা রাখার অভিনব এ পথ বের করে টুইটারে তা পোস্ট করেন জাপানের অ্যাকিনোরি সুজুকি নামে এক ব্যক্তি। টুইটারে তাঁর পোস্ট করা ছবিতে দেখা যায়, ১০ ইয়েনের (জাপানি মুদ্রা) কয়েন (তামার কয়েন) স্তূপ করে তিনি ম্যাকবুক প্রোর স্ক্রিনের সামনে রেখেছেন। তাঁর দাবি, তামা ল্যাপটপ থেকে অতিরিক্ত তাপ শুষে নিতে পারে। 
সহজ এ পদ্ধতিতে কম্পিউটার অতিরিক্ত গরম হওয়া ঠেকানো যাবে বলে দাবি করেছেন তিনি। 
বিশেষজ্ঞরা বলেন, কম্পিউটারে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের চেয়ে তামা অধিক তাপ পরিবাহী। থার্মোডাইনামিকসের সূত্র অনুযায়ী, ল্যাপটপে যে প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম থাকে, তার চেয়ে অধিক তাপ পরিবাহী ও শোষক হিসেবে কাজ করে তামা। 
অবশ্য তাঁরা সতর্ক করে বলেন, পদ্ধতিটি ঠিকমতো পরীক্ষিত নয় বলে সবার ক্ষেত্রে সমান কাজ করবে, তার নিশ্চয়তা নেই। তবে কয়েকজন টুইটার ব্যবহারকারী এ পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছেন।
ল্যাপটপ ঠান্ডা রাখতে করণীয়
১. ভেতরের ফ্যান ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করুন। অনলাইনে পাওয়া যায়, এমন ফ্যান পরীক্ষার সফটওয়্যার পাবেন।
২. ল্যাপটপের যেখান দিয়ে বাতাস বের হয়, সেখানে কোনো ময়লা জমেছে কি না, তা পরীক্ষা করুন। কাপড় বা ব্রাশ দিয়ে ময়লা পরিষ্কার করে ফেলুন।

আরো জানতে ভিজিট করুন 

Friday, September 23, 2016

Facebook comment করা যাবে ভিডিও এর মাধ্যমে

  

facebook নামটা আমাদের কাছে খুবই পরিচিত।আমরা যারা স্মর্ট ফোন ব্যবহার করি।ফেইসবুক এর নাম শুনিনি বা একবারের জন্য ব্যবহার করেননি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল , এই সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে, পৃথিবীর মানুষের সাথে কমিউনিটি তৈরী করতে পেরেছি এবং তথ্য আদানপ্রদান করতে পারি , এছাড়াও নিজেদের ছবি,স্টেটাস,ভিডিও ইত্যাদি শেয়ার করে থাকি।আমাদের প্রদান কৃত স্টেটাস লাইক কমেন্ট করে থাকি , স্টেটাস কে আরো গ্রহণযোগ্য করেতুলতে আবার চালু হলো ভিডিও কমেন্ট অপশন |

এক বছর ধরে ভিডিও কনটেন্ট নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে ফেসবুক। এ বছরের শুরুতে জানুয়ারি মাসে ফেসবুকে চালু করা হয় লাইভ স্ট্রিমিং। এ ছাড়া ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে যোগ করা হয়েছে ভিডিওকলের সুবিধা।

  ফেসবুকের প্রোডাক্ট ইঞ্জিনিয়ার বব বাল্ডউইন বলেন, ‘অ্যানড্রয়েড, আইওএসের অ্যাপ এবং ডেস্কটপে ভিডিও কমেন্ট চালু করা হয়েছে। এ ছাড়া ভিডিওকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে ফেসবুকের সব ফিচার। এত সব তথ্য জায়গা দিতে ফেসবুকের সার্ভারে বাড়তি চাপ পড়লেও আমরা ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে চাই। তাই নিশ্চিন্তে ফেসবুকে ভিডিও আপলোড করতে থাকুন’।
বব বাল্ডউইন আরো বলেন, ‘ফেসবুকে সব সময়ই ব্যবহারকারীদের চাপ থাকে। লাইক ও কমেন্ট সামলানোর পাশাপাশি ভিডিও কনটেন্টগুলোকে ঠিকভাবে জায়গা করে দেওয়াটা আমাদের জন্য চ্যালেঞ্জিং।’

কিভাবে এই ভিডিও কমেন্ট করবেন তা দেখেনিন

Wednesday, September 21, 2016

নতুন Chat app allo উন্মোচন করেছে google

নতুন Chat app allo উন্মোচন  করেছে google । নতুন এই অ্যাপটিতে গুগলের ভয়েস অ্যাসিসটেন্ট সার্ভিস ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

চলতি বছরের মে মাসে প্রতিষ্ঠানের আইও ডেভেলপার্স কনফারেন্সে প্রথমবারের মতো অ্যাপটি উন্মোচন করে গুগল। এবার অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্যও অ্যাপটি আনল মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি।


অন্যান্য মেসেজিং অ্যাপগুলোর মতই স্টিকার, ইমোজি এবং অন্যান্য ফিচার থাকছে এই অ্যাপে। এর সঙ্গে গুগলের ভয়েস অ্যাসিস্টেন্ট সার্ভিস যোগ করা হয়েছে এতে।
নতুন এই অ্যাপটি দিয়ে হোয়াটসঅ্যাপের সঙ্গে পাল্লায় নামতে যাচ্ছে গুগল। তবে, হোয়াটসঅ্যাপের মতো 'এন্ড-টু-এন্ড' এনক্রিপশন রাখা হয়নি এতে। এর পরিবর্তে 'ইনকগনিটো' মোড রয়েছে অ্যাপটিতে। এই মোডে মেসেজটি কতো সময় পর মুছে যাবে সেটি ঠিক করে দেওয়া যাবে বলে জানানো হয়।
এ ছাড়াও ‘স্মার্ট রিপ্লাই’ ফিচার রয়েছে 'অ্যালো'-তে। এই ফিচারের মাধ্যমে মেসেজ বিবেচনা করে অ্যাপটি বিভিন্ন জবাবের পরামর্শ দেবে। এর আগে ইনবক্স মেইল অ্যাপে প্রথমবার ফিচারটি যোগ করে গুগল। এই ফিচারে কেউ যদি অ্যাপটিতে বার্তা পাঠায় "আপনি কি আসছেন?" সেক্ষেত্রে অ্যাপটি জবাবে দেখাবে "হ্যাঁ"।
অ্যাপটির সবচেয়ে বড় ফিচার ধরা হচ্ছে এর ভয়েস অ্যাসিসটেন্ট সার্ভিসকে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী রেস্তোরাঁ বুকিং, ছবি খোঁজা এবং আবহাওয়া বার্তার মতো বিষয়গুলো ভয়েস কমান্ড দিয়ে পরিচালনা করতে পারবেন। এর পাশাপাশি গ্রুপ চ্যাটেও এই ফিচার ব্যবহার করা যাবে বলে জানানো হয়।
৪ অক্টোবর আরেকটি ইভেন্টের ঘোষণা দিয়েছে গুগল। ওই ইভেন্টে নতুন স্মার্টফোন উন্মোচনের ব্যাপারে গুঞ্জন রয়েছে।

BTCL থেকে unlimited broadband connection নিবেন

পুরো পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে  tera byte speed, পৃথিবীর এই এগিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো ইন্টারনেট, কিন্তু তুলনামূলক ভাবে আমরা বাংলাদেশিরা অনেকটাই পিছিয়ে আছি ,

আমরা মনে করতে পারি এই কানেকশন নেওয়াটা অনেক যন্ত্রণাদায়ক, কিন্তু না নিচের স্টেপ অনুসরণ করলে খুব সহজে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত কানেকশন

বিভিন্ন প্যাকেজ :
  1. Bcube Infinity (256kbps) = 300 taka
2. Bcube Infinity (512kbps) = 500 taka
3. Bcube Infinity (1 Mbps) = 700 taka
4. Bcube Infinity (1.5 Mbps) = 1000 taka
এখানে মোটামোটি স্পীড পেতে আমি ২ ও ৩ এই দুটি প্যাকেজ নেয়ার কথা বলব।আর যদি গেমিং এর জন্য নেন তাহলে ৪ নং প্যাকেজ নেয়া ভালো।আর প্রতিটি প্যাকেজ এর ওপর ১৫% ভ্যাট দিতে হবে।

Tuesday, September 20, 2016

লেনোভো পরিবারে নতুন অতিথীর আগমন Lenovo Zuk Z2 Plus



বিশ্বের সব জায়গায় এখন স্মর্ট ফোনের জয় জয় কার, মানুষের চাহিদা পূরণ করার জন্য প্রায়ই প্রতিদিনই নতুন কোনো মোবাইল ব্র্যান্ড এর আগমন ঘটছে ।

প্রযুক্তির এই বাজারে, প্রতিটি ব্র্যান্ড স্বমহিমায় বিচরণ করার জন্য নিত্য নতুন ডিজাইন, ফীচার, প্রযুক্তি ব্যবহার করে মোবাইল কোম্পানি গুলি বাজারে ছাড়তেছে তাদের বেস্ট কোয়ালিটির মোবাইল ফোন ।

এরই ধারাবাহিকতায় lenevo নিয়ে এলো Lenovo Zuk Z2 ।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো নিয়ে আসতে যাচ্ছে নতুন স্মার্টফোন লেনোভো জেড২ প্লাস। আগামী বৃহস্পতিবার ভারতের বাজারে ছাড়া হবে ফোনটি। দিল্লিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ফোনটি উন্মুক্ত করা হবে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গত মে মাসে চীনে ছাড়া হয়েছিল লেনোভোর নতুন স্মার্টফোন লেনোভো জুক জেড২। সেই মডেলের ফোনটিই ভারতের বাজারে ছাড়া হবে ‘লেনোভো জেড২ প্লাস’ নামে।

দুটি আলাদা সংস্করণে ছাড়া হবে ফোনটি। একটিতে থাকছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, অন্যটিতে থাকবে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবির স্টোরেজ। দুটি সংস্করণেই থাকবে ডুয়েল সিম। কাজ করবে ফোরজি ও থ্রিজি নেটওয়ার্কে।
বিস্তারিত পড়ুন 

Monday, September 19, 2016

নেট সংযোগ ছাড়া কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করবেন

বর্তমান যুগে পথ চেনাতে গুগল ম্যাপের কোনো বিকল্প নেই। তাই আমরা এখন যেখানেই যায়না কেনো, দেশে বা বিদেশে কোথাও ঘুরতে গেলে প্রায় সবাই পথ চলতে এখন সহায়তা নেন এই প্রযুক্তির। কিন্তু হয়তো আপনি ঘুরতে ঘুরতে এমন কোথাও চলে গেলেন, যেখানে ইন্টারনেট সংযোগ আর কাজ করছে না! কিংবা পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স না থাকার কারণে কিনতে পারছেন না মোবাইল ডাটা।

এ রকম পরিস্থিতির কথা মাথায় রেখেই গুগলের রয়েছে অফলাইন ম্যাপ সুবিধা। অর্থাৎ আপনি কোনো গহিন জঙ্গলে হারিয়ে যান কিংবা গাড়ি চালাতে চালাতে কোনো অচেনা পথে চলে যান, গুগল ম্যাপ ইন্টারনেট সংযোগ ছাড়াই আপনাকে পথ চিনিয়ে দেবে।

তবে এর জন্য অবশ্য আপনাকে সর্বপ্রথম ডাউনলোড করে নিতে হবে কোনো একটি নির্দিষ্ট জায়গার ম্যাপ, যে জায়গায় আপনি ভ্রমণ করতে যাচ্ছেন। একবার ডাউনলোড করে ফেললে এর পর ইন্টারনেট সংযোগের আর কোনো প্রয়োজনই নেই। গুগল নিজে থেকেই আপনার অবস্থান এবং পথচলার নির্দেশনা জানিয়ে দেবে।
তবে একটি কথা বলে রাখা ভালো। ভাববেন না, ডাউনলোড করে ফেললে গুগল ম্যাপের সব সুবিধা আপনি পাবেন। যেমন হাঁটা, ট্রানজিট ও সাইক্লিংয়ের নির্দেশনা কিংবা ট্রাফিক আপডেটের মতো সুবিধাগুলো পাওয়া যাবে না ডাউনলোডকৃত গুগল ম্যাপ থেকে। এই ফিচারে আপনি শুধু পাবেন ড্রাইভ করার নির্দেশনা। তবে ড্রাইভিং না করলেও সমস্যা নেই, গুগল এমনিতেও আপনাকে রাস্তাঘাট প্রদর্শন এবং পথচলার নির্দেশনা দিতে থাকবে।
মনে রাখবেন, ডাউনলোডকৃত ম্যাপ মাঝেমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে যেতে পারে, কারণ গুগল সব সময় চেষ্টা করে একেবারে সঠিক ম্যাপটি প্রদর্শন করতে। তারা নিয়মিত স্যাটেলাইটের মাধ্যমে ম্যাপ আপডেট করতে থাকে। তাই মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে পুনরায় ম্যাপ আপডেট করে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে।
কীভাবে ডাউনলোড করবেন অফলাইন ম্যাপ :
১. প্রথমেই আপনার অ্যানড্রয়েড কিংবা আইফোনে গুগল ম্যাপের অ্যাপটি ডাউনলোড করে নিন প্লে-স্টোর থেকে। তবে অবশ্যই সেটি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সাইন ইন করে নিন।
২. আপনি যে জায়গাটির ম্যাপ চান, তার নাম লিখে সার্চ দিন।
৩. স্ক্রিনের একদম নিচে গিয়ে খুঁজে বের করুন আপনার সার্চকৃত নামটি। সেই বারে চাপ দিন।
৫. গুগল এরপর সে এলাকার ম্যাপ আপনার সামনে মেলে ধরে জানতে চাইবে, এই জায়গার ম্যাপ আপনি ডাউনলোড করতে চান কি না। আবার ডাউনলোড অপশন চেপে নিশ্চিত করুন।